Ajker Patrika

গোদাগাড়ী সীমান্তে মাটিতে লুকানো ৩ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২: ০২
গোদাগাড়ী সীমান্তে মাটিতে লুকানো ৩ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১ 

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে মাটিতে লুকিয়ে রাখা তিন কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এই হেরোইন ভারত থেকে এনে সংরক্ষণ করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (২৫)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামে। গ্রামটি ভারতীয় সীমান্ত লাগোয়া। এই গ্রামের আরেক বাসিন্দা আবদুর রহিম (৪৫) অভিযানের সময় পালিয়েছেন।

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আজ সকাল ৭টার দিকে র‍্যাব সদস্যরা পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরে রহিমের বাড়ি ঘেরাও করেন। এ সময় র‍্যাবের উপস্থিতি দেখে রহিম বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে সীমান্তের দিকে পালিয়ে যান। আর ধরা পড়েন তাঁর ব্যবসায়িক অংশীদার রাসেল। পরে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী এক ব্যক্তির ফসলের খেতের একটি স্থানে মাটির দুই ফুট গভীরে পুঁতে রাখা হেরোইন বের করে দেন।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম আরও জানান, রাসেল ও রহিম ভারত থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাসেলকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা তিন কেজি হেরোইনের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত