Ajker Patrika

রাজশাহীতে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯: ৩৮
রাজশাহীতে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

রাজশাহী মহানগরীতে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিবির-ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই শিবিরকর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’ 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তাঁরা তালাইমারী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। এতে শিবির-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিবিরকর্মীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ছাত্রলীগও লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে শিবির নেতা-কর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত