ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী পৌর বিএনপি।
আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে পৌর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
লিখিত বক্তব্যে ফজলুর রহমান বলেন, ৫ ফেব্রুয়ারি জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতা-কর্মীর নামে শেখ হাসিনার ট্রেনে হামলার মিথ্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগে রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হঠাৎ একজন সাংবাদিক ভাইয়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ভিডিও ফুটেজগুলো পুনরায় দেখে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।
বিএনপির পক্ষ থেকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ফজলুর রহমান বলেন, আমাদের নেতা-কর্মীদের আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল হাইকোর্ট প্রাঙ্গণে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানকে ধাক্কা দিলে ২-৩ জন অচেনা যুবক এসে সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাঁদের মারধর করে। ওই যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে তাদের দলের নেতা-কর্মীরা কেউ চিনতে পারেনি। এ ঘটনার জেরে মেহেদী হাসানকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সামসুজ্জোহা পিপ্পুসহ অনেকে উপস্থিত ছিলেন।
পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী পৌর বিএনপি।
আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে পৌর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
লিখিত বক্তব্যে ফজলুর রহমান বলেন, ৫ ফেব্রুয়ারি জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতা-কর্মীর নামে শেখ হাসিনার ট্রেনে হামলার মিথ্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগে রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হঠাৎ একজন সাংবাদিক ভাইয়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ভিডিও ফুটেজগুলো পুনরায় দেখে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।
বিএনপির পক্ষ থেকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ফজলুর রহমান বলেন, আমাদের নেতা-কর্মীদের আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল হাইকোর্ট প্রাঙ্গণে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানকে ধাক্কা দিলে ২-৩ জন অচেনা যুবক এসে সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাঁদের মারধর করে। ওই যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে তাদের দলের নেতা-কর্মীরা কেউ চিনতে পারেনি। এ ঘটনার জেরে মেহেদী হাসানকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সামসুজ্জোহা পিপ্পুসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে