Ajker Patrika

আটঘরিয়ায় স্বামীর বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৭
Thumbnail image

পাবনার আটঘরিয়ায় স্বামীর বাড়ি থেকে মর্জিনা খাতুন (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত মর্জিনা উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। 

হাসিবুর জানান, গত বৃহস্পতিবার ছাগলের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের (৩০) সঙ্গে মর্জিনার বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মর্জিনার মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপরি আঘাত করেন খুশি। এতে গুরুতর আহত হলে মর্জিনাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত