চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলাহাটের মহানন্দা নদীতে দুই শিশু ও শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে দুপুর ৩টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা রাধানগর কলোনি গ্রামের সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩)।
এদিকে আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর শ্মশানঘাট পাগলা নদীতে গোসলে গিয়ে ডুবে প্রিয়াঙ্কা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে।
প্রিয়াঙ্কার চাচা নিশিত কুমার জানান, একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। এ সময় স্রোতে নদীতে তলিয়ে যায় সে। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামে আজিজুল ও জিহাদ। পরে তারা দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও আরেক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, নিখোঁজ থাকার কয়েক ঘণ্টার মধ্যেই দুই শিশুকেই উদ্ধার করা হয়। পরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলাহাটের মহানন্দা নদীতে দুই শিশু ও শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে দুপুর ৩টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা রাধানগর কলোনি গ্রামের সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩)।
এদিকে আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর শ্মশানঘাট পাগলা নদীতে গোসলে গিয়ে ডুবে প্রিয়াঙ্কা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে।
প্রিয়াঙ্কার চাচা নিশিত কুমার জানান, একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। এ সময় স্রোতে নদীতে তলিয়ে যায় সে। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামে আজিজুল ও জিহাদ। পরে তারা দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও আরেক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, নিখোঁজ থাকার কয়েক ঘণ্টার মধ্যেই দুই শিশুকেই উদ্ধার করা হয়। পরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে