লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বনি নামের এক শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।’
নিহত শিশুর চাচাতো দাদা হাফিজুর রহমান খাঁ জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির ওঠানো বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজেদের একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘শিশু বনি পানিতে ডুবে শ্বাস রোধে ঘটনাস্থলেই মারা যায়।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করার পর দাফন করেছেন।’
নাটোরের লালপুরে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বনি নামের এক শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।’
নিহত শিশুর চাচাতো দাদা হাফিজুর রহমান খাঁ জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির ওঠানো বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজেদের একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘শিশু বনি পানিতে ডুবে শ্বাস রোধে ঘটনাস্থলেই মারা যায়।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করার পর দাফন করেছেন।’
রংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
৬ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
৯ মিনিট আগেরমজানে মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। লোডশেড মুক্ত রাখতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে বেশি। এ ছাড়া শিল্প, কলকারখানায়ও গ্যাস সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আর এতেই টান পড়েছে বাসাবাড়ির
২৮ মিনিট আগে