Ajker Patrika

সত্যিকারের শিক্ষা নগরী গড়ে তুলতে কাজ করছি: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সত্যিকারের শিক্ষা নগরী গড়ে তুলতে কাজ করছি: লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘শিক্ষা নগরী হিসেবে রাজশাহীর সুনাম রয়েছে। এটিকে আরও যুগোপযোগী ও সময়োপযোগী করতে চাই। সত্যিকারের একটি শিক্ষা নগরী গড়ে তুলতে কাজ করছি।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

লিটন বলেন, ‘হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশসহ বিভিন্ন দেশে অসংখ্য মানুষের মাঝে সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তারা শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করে না। রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটি চমৎকার লাগছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার রাস্তাটি প্রশস্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ ছাড়া সড়কটি আলোকায়ন, পুকুর পাড় বাঁধায় ইত্যাদি উন্নয়ন আমরা করে দিব।’

ঢাকা হলি ক্রস ব্রাদারস প্রভিন্সিয়াল সুপিরিয়র ও হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর চেয়ারম্যান ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মো. হুমায়ুন কবীর, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু। 

সম্মানিত অতিথি ছিলেন কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত