বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে জুবাইর হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রকে পিটিয়ে আহত করা হয় তাকে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে ওই ঘটনায় ছাত্রের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন। গত বছরের এ মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। এর মধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করে তল্লাশি করা হলে ওই ছাত্রের কাছ থেকে ২২০ টাকা পাওয়া যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বুধবার বিকেলে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন ছাত্রের বাবা জিল্লুর রহমান।
এ বিষয়ে ছাত্রের বাবা জিল্লুর রহমান বলেন, ‘আমার ছেলে মনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করি। একজন সৎ ও সহজ সরল ছেলে সে। তাকে কোনো কারণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখে মাদ্রাসার শিক্ষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখা মাদ্রাসার শিক্ষকের বিচার দাবি করছি।’
এ বিষয়ে তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার বলেন, মাদ্রাসার পাশে সেন্টুর মুদি দোকানে এর আগে চুরি হয়। এতে সন্দেহ করা হয় জুবাইর হোসেনকে। এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে টাকা চুরি হয়। বিষয়টি নিয়ে ছাত্র জুবাইর হোসেনকে সন্দেহ করে তাকে তল্লাশি করা হলে ২২০ টাকা পাওয়া যায়। তারপর শাসন করা হয়েছে তাকে।
এ বিষয়ে বাঘা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে জুবাইর হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রকে পিটিয়ে আহত করা হয় তাকে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে ওই ঘটনায় ছাত্রের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন। গত বছরের এ মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। এর মধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করে তল্লাশি করা হলে ওই ছাত্রের কাছ থেকে ২২০ টাকা পাওয়া যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বুধবার বিকেলে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন ছাত্রের বাবা জিল্লুর রহমান।
এ বিষয়ে ছাত্রের বাবা জিল্লুর রহমান বলেন, ‘আমার ছেলে মনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করি। একজন সৎ ও সহজ সরল ছেলে সে। তাকে কোনো কারণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখে মাদ্রাসার শিক্ষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখা মাদ্রাসার শিক্ষকের বিচার দাবি করছি।’
এ বিষয়ে তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার বলেন, মাদ্রাসার পাশে সেন্টুর মুদি দোকানে এর আগে চুরি হয়। এতে সন্দেহ করা হয় জুবাইর হোসেনকে। এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে টাকা চুরি হয়। বিষয়টি নিয়ে ছাত্র জুবাইর হোসেনকে সন্দেহ করে তাকে তল্লাশি করা হলে ২২০ টাকা পাওয়া যায়। তারপর শাসন করা হয়েছে তাকে।
এ বিষয়ে বাঘা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
অসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
৩৯ মিনিট আগেশনিবার সকাল ১০টা থেকেই ইশরাকের সমর্থকেরা জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত ৬১ নম্বর ওয়ার্ডের মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’
১ ঘণ্টা আগেসিএনজিচালিত অটোরিকশা দিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন যাত্রীরা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি কাকারা মাঝেরফাঁড়ি বাজারের অদূরে পৌঁছালে চকরিয়া থেকে লামামুখি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়। চালকসহ অটোরিকশায় থাকা আরো দুজন...
১ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে