Ajker Patrika

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আবুল বাসার স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। পথে চক বেলনা মোড়ে একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এসআই নওশাদ আলী আরও বলেন, দুর্ঘটনার পর ভটভটির চালক তাঁর গাড়ি ফেলে পালিয়ে যান। তবে এ বিষয়ে নিহত কলেজছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত