Ajker Patrika

নাটোরে বিএনপির কমিটি বিলুপ্ত

 লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৯
নাটোরে বিএনপির কমিটি বিলুপ্ত

নাটোরের সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত ও সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। সঞ্চালনা করেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ইংরেজি তারিখ থেকে নাটোর জেলাধীন সব উপজেলা/পৌরসভা, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই সব ইউনিট বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’

কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। তিনি বলেন, এ সময় এসব ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কমিটি সম্পন্ন করে জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত