Ajker Patrika

ফুলজোর নদে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ, পরে একজনের লাশ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা
নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করেছে।

নিহত শিক্ষার্থীর নাম রাফিন (১৫)। সে ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে এবং সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এখনো নিখোঁজ রয়েছে তার দুই বন্ধু—কৃঞ্চ (১৫) ও সারজিল (১৫)। তারাও একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নদীর পাড়ে নিখোঁজ ছাত্রদের জামা-কাপড় ও স্যান্ডেল। ছবি: আজকের পত্রিকা
নদীর পাড়ে নিখোঁজ ছাত্রদের জামা-কাপড় ও স্যান্ডেল। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাঁর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয়জন মিলে ফুলজোর নদে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, ‘বেলা ৩টা ২৫ মিনিটে তিনজন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে রাফিনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে ডুবুরিদল এসে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে অভিযান চালাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত