Ajker Patrika

জাসাসের গানে রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১: ১৫
জাসাসের গানে রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) গান দিয়ে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের মূল মঞ্চের পাশের আরেকটি মঞ্চে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। মঞ্চে ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবুসহ অনেকে।

সকাল ৯টার মধ্যেই মাদ্রাসা ময়দান নেতা-কর্মীরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। জাসাসের গানের তালে তাঁরা এখন উদ্বেলিত। মূল মঞ্চে বিএনপির স্থানীয় নেতারা আছেন। তবে কেন্দ্রীয় কোনো নেতাকে মঞ্চে এখনো দেখা যায়নি। জাসাসের গান শেষে বক্তৃতা শুরু হবে।

এর আগে সকাল ৬টার দিকে মাদ্রাসার মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করেন। দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশের অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) গান দিয়ে শুরু হয়েছে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।নবম বিভাগীয় সমাবেশ হিসেবে এতে অংশ নিয়েছেন রাজশাহী বিভাগের আট জেলার নেতা কর্মীরা। অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো রাজশাহী সমাবেশের মঞ্চেও ফাঁকা থাকবে দুটি আসন। একটি বেগম খালেদা জিয়ার জন্য, অন্যটি তারেক রহমানের জন্য। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা রাজশাহী এসেছেন।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে পুলিশ দেখা গেছে। এ ছাড়া শহরে ঢোকার তিন দিকের পথের ১৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট পরিচালনা করছে। মাদ্রাসা ময়দান ও এর আশপাশের পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত