প্রতিনিধি (বগুড়া)সারিয়াকান্দি
বগুড়ার সারিয়াকান্দিতে ৭ম শ্রেণির একজন ছাত্র অপহরণের শিকার হয়েছিল। পরে সে পালিয়ে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার ওই কিশোর বাড়িতে ফেরেন। ইতিমধ্যে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম আসাউজ্জামান আসাদ। তিনি বড় কুতুবপুর উত্তর পাড়ার মোকবুল হোসেনের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর উত্তর পাড়ার কাঠ ব্যবসায়ী মহিদুল সাকিদারের ছেলে কাওছার আলী (১৩) অপহরণের শিকার হয়। সে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার রাত ৯ টায় কাওছার স্থানীয়দের সহযোগিতায় তার নিজ বাড়ীতে ফিরে আসতে সক্ষম হয়। গতকাল দুপুরে কাওছার তার আত্মীয়স্বজনদের নিয়ে সারিয়াকান্দি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
কাওছার সারিয়াকান্দি থানায় এসে জবানবন্দিতে বলে, শুক্রবার দুপুরে একই গ্রামের মোকবুল হোসেনের ছেলে আসাউজ্জামান আসাদ আমাকে মাইক্রো গাড়িতে বসে দোকান হতে সিগারেট নিয়ে আসতে বলে। সিগারেট নিয়ে গাড়ির কাছে দিতে এলে আসাদ আমাকে জোড়পূর্বক ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলেই মাইক্রো জোড়ে চালানো শুরু করে। পরে আমি চিৎকার করার চেষ্টা করলে গাড়িতে থাকা অন্যরা আমাদের মুখ চেপে ধরে।
গাড়িতে অন্যরা বোরকা পরা থাকায় আমি তাদের চিনতে পারিনি। এরপর পার্শ্ববর্তী উপজেলা গাবতলির পদ্মপাড়া গ্রামের একটি ভাঙা বাড়ির কক্ষে হাত পা বেঁধে বন্ধ করে রাখে। সন্ধ্যার পর দড়ি খুলে তারা আমাকে ধারালো অস্ত্র প্রদর্শন করে। এ সময় কৌশলে আমি ভাঙা জানালা দিয়ে লাফ দিয়ে দৌড়ে একটি অটোতে গিয়ে উঠি। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাইক্রোবাস নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক মো. লাল মিয়া বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দিতে ৭ম শ্রেণির একজন ছাত্র অপহরণের শিকার হয়েছিল। পরে সে পালিয়ে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার ওই কিশোর বাড়িতে ফেরেন। ইতিমধ্যে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম আসাউজ্জামান আসাদ। তিনি বড় কুতুবপুর উত্তর পাড়ার মোকবুল হোসেনের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর উত্তর পাড়ার কাঠ ব্যবসায়ী মহিদুল সাকিদারের ছেলে কাওছার আলী (১৩) অপহরণের শিকার হয়। সে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার রাত ৯ টায় কাওছার স্থানীয়দের সহযোগিতায় তার নিজ বাড়ীতে ফিরে আসতে সক্ষম হয়। গতকাল দুপুরে কাওছার তার আত্মীয়স্বজনদের নিয়ে সারিয়াকান্দি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
কাওছার সারিয়াকান্দি থানায় এসে জবানবন্দিতে বলে, শুক্রবার দুপুরে একই গ্রামের মোকবুল হোসেনের ছেলে আসাউজ্জামান আসাদ আমাকে মাইক্রো গাড়িতে বসে দোকান হতে সিগারেট নিয়ে আসতে বলে। সিগারেট নিয়ে গাড়ির কাছে দিতে এলে আসাদ আমাকে জোড়পূর্বক ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলেই মাইক্রো জোড়ে চালানো শুরু করে। পরে আমি চিৎকার করার চেষ্টা করলে গাড়িতে থাকা অন্যরা আমাদের মুখ চেপে ধরে।
গাড়িতে অন্যরা বোরকা পরা থাকায় আমি তাদের চিনতে পারিনি। এরপর পার্শ্ববর্তী উপজেলা গাবতলির পদ্মপাড়া গ্রামের একটি ভাঙা বাড়ির কক্ষে হাত পা বেঁধে বন্ধ করে রাখে। সন্ধ্যার পর দড়ি খুলে তারা আমাকে ধারালো অস্ত্র প্রদর্শন করে। এ সময় কৌশলে আমি ভাঙা জানালা দিয়ে লাফ দিয়ে দৌড়ে একটি অটোতে গিয়ে উঠি। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাইক্রোবাস নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক মো. লাল মিয়া বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির কারণে চিকিৎসক সংকটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই ইয়াবা কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৫ মিনিট আগেমহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ মিনিট আগেবরগুনায় মোহাম্মদ মিরাজ হোসেন (৩৮) ও মন্টু দাস (৩৫) নামের দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ সকালে লাশ দুটি পাওয়া যায়।
৮ মিনিট আগে