Ajker Patrika

বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রি, বগুড়ায় হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৮: ২০
বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রি, বগুড়ায় হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল নামে সেরা হলেও পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা। এ ছাড়া বিক্রি করা হচ্ছিল বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই। এ কারণে হোটেলে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তখন হোটেল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাসেল অভিযানে অংশ নেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম আজকের পত্রিকাকে বলেন, অভিযানকালে পুরো প্রতিষ্ঠানে অপরিচ্ছন্নতা দেখা যায়। এ ছাড়া ফ্রিজিং ব্যবস্থা ছিল নোংরা। খাবার সংরক্ষণ কক্ষটি অপরিচ্ছন্ন দেখা গেছে। সেই সঙ্গে বাসি মিষ্টিসহ মাখন বিক্রি ও সংরক্ষণ এবং মেয়াদহীন রসমালাই বিক্রি করতে দেখা যায়।

এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির তিন লাখ টাকা জরিমানা করা হয়। তারা তাৎক্ষণিক এই টাকা পরিশোধ করে। তাদের সতর্ক করা হয়েছে। এরপর যদি একই অপরাধ সংঘটিত হয়, তাহলে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী ও জেলা পুলিশ সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত