Ajker Patrika

আগুনে সাত দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আগুনে সাত দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

জয়পুরহাটের আক্কেলপুরে আগুন লেগে মোটরসাইকেলের পার্টসের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার রায়কালী ইউনিয়নের রায়কালী তিনমাথা বাজারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে স্বপন হোসেনের মোটরসাইকেলের পার্টসের দোকানে। ওই ঘরে মবিল ও তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে পাশে থাকা খায়ের আলির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আরও পাঁচটি দোকানের আংশিক পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল এসে দুই প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল পার্টসের দোকান মালিক স্বপন হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। ঘরের মধ্যে মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আমার পাশের দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আক্কেলপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্র পাত হয়েছে। ধারণা করা হচ্ছে সাতটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত