Ajker Patrika

২০ কেজির বাঘাইড় দেখতে মানুষের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
২০ কেজির বাঘাইড় দেখতে মানুষের ভিড়

নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।

গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।

বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি। 

১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে। 

মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’

বেশ বড় আকারে দুটি কাতলা ও বোয়াল মাছও আনেন বিক্রেতা১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’

স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত