রাবি প্রতিনিধি
আগামীকাল ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্মেলন হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার কারণে নেতারা সেটি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। তবে দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানান তাঁরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর এ দুই পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। সেখানে সভাপতি পদে ২২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭২ জন জীবনবৃত্তান্ত জমা দেন। কিন্তু সম্মেলন আয়োজনের কোনো প্রস্তুতি পরিলক্ষিত না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা দেখা দেয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আফি আজাদ বান্টি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে সম্মেলন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এই মুহূর্তে আর রাবি ছাত্রলীগের সম্মেলন করা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু আমরা সিভি জমা নিয়েছি, তাই দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আজ ১১ তারিখ। এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো নির্দেশনা পাইনি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, সেটাও এখনো তাঁরা কনফার্ম করেননি। তাই আগামীকাল সম্মেলন হচ্ছে না।’
সম্মেলন না হলে জীবনবৃত্তান্তের (সিভি) জন্য সংগৃহীত টাকা কী হবে—এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘মূলত সম্মেলনের প্রস্তুতির জন্যই এই টাকা সংগ্রহ করা হয়। যদি আমরা সম্মেলন করতে না পারি, তাহলে সেই টাকা পরবর্তী নেতাদের কাছে হস্তান্তর করব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
আগামীকাল ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্মেলন হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার কারণে নেতারা সেটি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। তবে দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানান তাঁরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর এ দুই পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। সেখানে সভাপতি পদে ২২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭২ জন জীবনবৃত্তান্ত জমা দেন। কিন্তু সম্মেলন আয়োজনের কোনো প্রস্তুতি পরিলক্ষিত না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা দেখা দেয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আফি আজাদ বান্টি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে সম্মেলন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এই মুহূর্তে আর রাবি ছাত্রলীগের সম্মেলন করা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু আমরা সিভি জমা নিয়েছি, তাই দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আজ ১১ তারিখ। এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো নির্দেশনা পাইনি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, সেটাও এখনো তাঁরা কনফার্ম করেননি। তাই আগামীকাল সম্মেলন হচ্ছে না।’
সম্মেলন না হলে জীবনবৃত্তান্তের (সিভি) জন্য সংগৃহীত টাকা কী হবে—এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘মূলত সম্মেলনের প্রস্তুতির জন্যই এই টাকা সংগ্রহ করা হয়। যদি আমরা সম্মেলন করতে না পারি, তাহলে সেই টাকা পরবর্তী নেতাদের কাছে হস্তান্তর করব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
১১ মিনিট আগেতখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
২৭ মিনিট আগে২০২৫ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারাদেশে যে ছাত্রআন্দোলন গড়ে ওঠে, তার ঢেউ লাগে সাতক্ষীরাতেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হুমকি-ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করতেন।
৩৯ মিনিট আগেমসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
১ ঘণ্টা আগে