Ajker Patrika

মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল রাবি

রাবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০: ২০
মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল রাবি

মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এর কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এর আগে দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে জড়ো হয়। 

পরে দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রধান ফটকটি তালাবদ্ধ থাকলে সেটি ভেঙে বাইরে আসেন আন্দোলনকারীরা। মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে সরে যান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত