Ajker Patrika

রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৬: ১৮
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে বহিষ্কার করা হয়।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদের যে দাবি ছিল, তা পূরণ হয়েছে। তাকে (রায়হান শরীফ) বহিষ্কার করা হয়েছে। এই মেডিকেল কলেজে সে আর ফিরে আসবে না। আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ডা. রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব দুর-রে শাহওয়াজ।’ 

এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করার প্রতিবাদে আজও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদে তাঁরা কালো ব্যাজ ধারণ করেছেন। কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও দুপুরে দিকে তা স্থগিত করেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত