Ajker Patrika

ছাত্রদলকর্মী হত্যার ঘটনায় সাবেক এমপি আব্দুল ওদুদসহ ১৬ জনের বিরুদ্ধে এজাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছাত্রদলকর্মী হত্যার ঘটনায় সাবেক এমপি আব্দুল ওদুদসহ ১৬ জনের বিরুদ্ধে এজাহার

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী তোফায়েল আহমেদ মিলনকে হত্যার ঘটনার ৯ বছর পর সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদ, র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ১৬ জনকে আসামি করে মামলার এজাহার জমা দেওয়া হয়েছে থানায়। গতকাল মঙ্গলবার রাতে জেলার সদর মডেল থানায় এই এজাহার দেন মিলনের চাচা ও রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রহমত আলী।

এজাহার পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এজাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্যতম আসামিরা হলেন রানিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মহসীন আলী, শ্রমিক লীগ নেতা মো. জাকারিয়া, রানিহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কায়েম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক ইসলাম পিন্টু, রাজশাহী র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ালিউল ইসলাম, রানিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্রদল কর্মী মিলনকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ২০১৫ সালের ১৯ নভেম্বর বাড়ি থেকে র‍্যাব সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়। ১৩ দিন পর ২ ডিসেম্বর তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, মামলার আবেদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তদন্তসাপেক্ষে মামলা গ্রহণসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত