বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পাইকপাড়ায় যান শাহীন আলম। কিন্তু ঈদের ছুটি শেষে কর্মস্থলে আর ফেরা হলো না শাহীন আলমের (২৭)। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুরে কর্মস্থলে যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান শাহীন আলম।
নিহত শাহীন আলমের বাবা কলিমুদ্দিন বলেন, চাকরিতে যোগদানের জন্য মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে বের হয় শাহীন। সবার কাছ থেকে বিদায় নিয়ে এক মোটরসাইকেলে দুজন যাচ্ছিল। দুপুরে খবর আসে শাহীন আলমের মোটরসাইকেলের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তাঁর পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহীনের।
জানা গেছে, বছর দু-এক আগে রাজশাহী কলেজ থেকে সমাজকর্মে অনার্স-মাস্টার্স শেষ করেন শাহীন। লেখাপড়া শেষ করেই একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। দুই বছর যাবৎ তিনি ওই কোম্পানিতে চাকরি করছেন। চাকরির পর থেকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন শাহীন। বিয়েও করেছেন শাহীন আলম। তবে তাদের এখনো কোনো সন্তান নেই। তাঁর স্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় নার্সের চাকরি করছেন।
নিহত শাহীন আলম তাঁর বাবার একমাত্র ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়।
দুর্ঘটনার পর শাহীনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। অন্যদিকে শাহীনের মোটরসাইকেলে থাকা অপরজন সুস্থ আছেন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পাইকপাড়ায় যান শাহীন আলম। কিন্তু ঈদের ছুটি শেষে কর্মস্থলে আর ফেরা হলো না শাহীন আলমের (২৭)। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুরে কর্মস্থলে যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান শাহীন আলম।
নিহত শাহীন আলমের বাবা কলিমুদ্দিন বলেন, চাকরিতে যোগদানের জন্য মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে বের হয় শাহীন। সবার কাছ থেকে বিদায় নিয়ে এক মোটরসাইকেলে দুজন যাচ্ছিল। দুপুরে খবর আসে শাহীন আলমের মোটরসাইকেলের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তাঁর পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহীনের।
জানা গেছে, বছর দু-এক আগে রাজশাহী কলেজ থেকে সমাজকর্মে অনার্স-মাস্টার্স শেষ করেন শাহীন। লেখাপড়া শেষ করেই একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। দুই বছর যাবৎ তিনি ওই কোম্পানিতে চাকরি করছেন। চাকরির পর থেকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন শাহীন। বিয়েও করেছেন শাহীন আলম। তবে তাদের এখনো কোনো সন্তান নেই। তাঁর স্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় নার্সের চাকরি করছেন।
নিহত শাহীন আলম তাঁর বাবার একমাত্র ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়।
দুর্ঘটনার পর শাহীনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। অন্যদিকে শাহীনের মোটরসাইকেলে থাকা অপরজন সুস্থ আছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
৪ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৭ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৬ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২৩ মিনিট আগে