গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খুবজীপুর, বিলশা, হরদমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌর সদরের বিলসাসহ প্রায় ১০টি মাঠে অভিযান চালানো হয়। পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।
এ অভিযানে পাখি শিকার করার ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি।
গুরুদাসপুরের ইউএনও আজকের পত্রিকাকে বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তা ছাড়াও উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
ইউএনওর উপস্থিতি টের পেয়ে সবকিছু রেখে পালিয়ে যান পাখি শিকারিরা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী নাজমুল হাসান, মেহেদি হাসান তানিম, রাসেল আহমেদ, সাদেক হাসান ও মনির হোসেনসহ আরও অনেকে।
নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খুবজীপুর, বিলশা, হরদমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌর সদরের বিলসাসহ প্রায় ১০টি মাঠে অভিযান চালানো হয়। পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।
এ অভিযানে পাখি শিকার করার ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি।
গুরুদাসপুরের ইউএনও আজকের পত্রিকাকে বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তা ছাড়াও উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
ইউএনওর উপস্থিতি টের পেয়ে সবকিছু রেখে পালিয়ে যান পাখি শিকারিরা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী নাজমুল হাসান, মেহেদি হাসান তানিম, রাসেল আহমেদ, সাদেক হাসান ও মনির হোসেনসহ আরও অনেকে।
কুমার নদের পাশে শতবর্ষী একটি বটগাছ। লোকজন ধর্মীয় বিশ্বাসে গাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি জ্বালাতেন। পাশাপাশি নতুন গামছা, কাপড়, মিষ্টি, নাড়ু, হাঁড়ি পাতিলসহ নানা জিনিসপত্র রেখে যেতেন। এমনকি গাছের শিকর, ডাল পালা ও মাটি নিয়ে যেতেন।
১ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।
৪ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজলুল করিম (৭০)। তিনি ওই গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির বাসিন্দা।
৭ মিনিট আগেময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে। থানাগুলো হলো কোতোয়ালি মডেল, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা।
১৪ মিনিট আগে