Ajker Patrika

স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণী

বগুড়ার নন্দীগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। আজ রোববার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের লুস্কুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা যুবক বাড়ি থেকে পালিয়েছেন। 

স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে লুস্কুর গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। এর মধ্যে একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে ওই তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস হলেও কোনো সমাধান হয়নি। আরিফুলের সঙ্গে সম্পর্ক থাকায় আব্দুল কাদেরের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়। 

ওই তরুণী বলেন, ‘আরিফুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করেছে। আমি সব ছেড়ে তাঁর বাড়িতে এসেছি। আমাকে আসার কথা বলে সে পালিয়েছে। আমি তাঁকে ছাড়া বাঁচব না। আমি আরিফুলকে বিয়ে না করে এই বাড়ি থেকে কোথাও যাব না।’ 

এ বিষয়ে আরিফুলের বাবা আইয়ুব আলী বলেন, ‘ওই তরুণীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তবুও আমরা আপস করার চেষ্টা করছি।’ 

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হাকিম বলেন, ‘উভয় পক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি আপসের চেষ্টা করেছে, কিন্তু আপস হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত