Ajker Patrika

জয়পুরহাটে ছাত্র হত্যা মামলায় আ. লীগ নেতা গোলাম মাহফুজ গ্রেপ্তার

জয়পুরহাট ও আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর। ছবি: সংগৃহীত
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ বিভিন্ন মামলার আসামি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলা শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোলাম মাহফুজের বাড়ি আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গোলাম রছুল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানায় এলাকায় মেহেদী নামের এক অটোচালক গুলিতে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে।

ওসি শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার বেশির ভাগে গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গতকাল গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযানে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত