Ajker Patrika

হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি 
সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমকে শুনানির জন্য আজ আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা
সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমকে শুনানির জন্য আজ আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ব্যবসায়ী রবিনকে পুড়িয়ে হত্যা মামলায় এ রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল-আমিন শুনানি শেষে মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড শুনানির সময় মাসুম নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান।

নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে উত্তেজিত জনতা আগুন লাগানোর পরদিন ওই বাসা থেকে শহরের উত্তরা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী ও ট্রাভেল ব্লগার রবিনের পোড়া লাশ উদ্ধার করা হয়। পরে ১২ আগস্ট রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শিমুলসহ ৭১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। ছাত্রলীগ নেতা মাসুমও সেই মামলার আসামি। কয়েক মাস পলাতক থাকার পর ১৬ জানুয়ারি পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে থেকে মাসুমকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন নাটোর জেলা যুবদল নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত