Ajker Patrika

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ২ বছর ৯ মাসের শিশু

প্রতিনিধি, রাজশাহী
করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ২ বছর ৯ মাসের শিশু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ২ বছর ৯ মাস বয়সী এক শিশুকে ভর্তি করা হয়েছে। করোনা নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে এই প্রথম এত কম বয়সী কোন শিশুকে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শিশুটির নাম জাকারিয়া জান্নাত। সে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের আরিফ হোসেনের মেয়ে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বর আছে। সে করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ডেলটা ভ্যারিয়েন্টে এখন শিশুরাও আক্রান্ত হচ্ছে। এই প্রথম একটা শিশুকে আইসিইউতে নিতে হয়েছে। এর আগে কাউকেই আইসিইউতে ভর্তি করার প্রয়োজন হয়নি। শিশু জাকারিয়া জান্নাতের অবস্থা এতটা সংকটাপন্ন যে তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হচ্ছে।

ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, শিশুটির হাইফ্লো অক্সিজেন প্রয়োজন হচ্ছে। ওয়ার্ডে রেখে এত অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আইসিইউতে নেওয়া হয়েছে।

ডা. আবু হেনা মোস্তফা কামাল আরও বলেন, বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে তার কাছে থেকে বাচ্চাদের দূরেই রাখা উচিত। কিন্তু অভিভাবকদের জন্য এটি অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের মাস্ক পরানোও কঠিন। তারপরেও আমাদের বাচ্চাদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত