বগুড়া প্রতিনিধি
অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।
অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
৫ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগে