Ajker Patrika

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫: ৫০
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। 

মৃত তিন কিশোর হলো—কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), একই এলাকার নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) ও মো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)। 

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে গোসল করতে নেমে এই তিন কিশোর তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনেরা বাড়ি নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত