Ajker Patrika

বিয়ের পরদিনই ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৪: ৪৭
বিয়ের পরদিনই ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাট জেলার ক্ষেতলালের যুবক জাকারিয়া মণ্ডল গতকাল সোমবার রাতে বিয়ে করেন। আজ মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া মণ্ডল (২০) ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।

নিহতের চাচা সিরাজুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে একই গ্রামে বিয়ে হয় জাকারিয়ার। আজ সকালে কাজের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ৯টার দিকে তাঁরা জানতে পারেন কাহালু উপজেলার বারমাইল এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ রেস্তোরাঁর সামনে নওগাঁগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক জাকারিয়া মণ্ডলকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জাকারিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত