ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পদ্মার ভাঙনরোধে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের থানাপাড়ায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
আজ শুক্রবার সন্ধ্যায় সাঁড়ার ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। এ সময় ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা, ইউপি চেয়ারম্যান রানা সরদার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সাঁড়া ইউনিয়নে নতুন করে ভাঙন শুরু হওয়ায় এলাকার নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। সাংসদের বিশেষ উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত এলাকায় বালুবোঝাই জিও বস্তা ফেলার কার্যক্রম শুরু করে। সাঁড়ার পাঁচটি স্পটে মোট ১৩০ মিটার দৈর্ঘ্য জিও ব্যাগ ডাম্পিং করা হবে। প্রতিটি ব্যাগের ওজন ২৫০ কেজি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ডাম্পিং কাজের জন্য মোট পাঁচ প্যাকেজে কাজ করা হবে। প্রতিটি প্যাকেজের জন্য প্রাথমিক ব্যয় ৩০ লাখ টাকা। সাঁড়ায় অনেক এলাকাজুড়ে নদী ভাঙছে। এ অবস্থায় সাংসদের বিশেষ অনুরোধে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার থেকে জরুরি ভিত্তিতে ডাম্পিংয়ের শুরু করেছে। শিগগিরই ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে টেন্ডার আহ্বান করা হবে।’
পদ্মার ভাঙনরোধে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের থানাপাড়ায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
আজ শুক্রবার সন্ধ্যায় সাঁড়ার ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। এ সময় ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা, ইউপি চেয়ারম্যান রানা সরদার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সাঁড়া ইউনিয়নে নতুন করে ভাঙন শুরু হওয়ায় এলাকার নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। সাংসদের বিশেষ উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত এলাকায় বালুবোঝাই জিও বস্তা ফেলার কার্যক্রম শুরু করে। সাঁড়ার পাঁচটি স্পটে মোট ১৩০ মিটার দৈর্ঘ্য জিও ব্যাগ ডাম্পিং করা হবে। প্রতিটি ব্যাগের ওজন ২৫০ কেজি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ডাম্পিং কাজের জন্য মোট পাঁচ প্যাকেজে কাজ করা হবে। প্রতিটি প্যাকেজের জন্য প্রাথমিক ব্যয় ৩০ লাখ টাকা। সাঁড়ায় অনেক এলাকাজুড়ে নদী ভাঙছে। এ অবস্থায় সাংসদের বিশেষ অনুরোধে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার থেকে জরুরি ভিত্তিতে ডাম্পিংয়ের শুরু করেছে। শিগগিরই ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে টেন্ডার আহ্বান করা হবে।’
যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
১২ মিনিট আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে (হৃদ্রোগ) যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
১৬ মিনিট আগেখুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
৩১ মিনিট আগে