Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গালিব

রাবি প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ২১: ৫১
Thumbnail image

২০১৪-১৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। কিন্তু স্নাতক ডিগ্রি অর্জনের আগে ড্রপ আউট হয়ে ছাত্রত্ব হারান তিনি। এরই মধ্যে ছাত্রলীগের ২৬তম সম্মেলনে ভুয়া ছাত্রত্বের পরিচয় দিয়ে বাগিয়ে নেন সাধারণ সম্পাদকের পদ।

সম্প্রতি গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লা-হিল-গালিব রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভুয়া সনদে’ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন মর্মে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পরে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়, স্নাতকের সার্টিফিকেটে অসংগতি থাকায় গত বছরের সেপ্টেম্বরে তাঁর ভর্তি বাতিল করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নন। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লা-হিল-গালিব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামের জুলাই ২০২১ সেশনের ছাত্র (আইডি নম্বর ২৩১০০৪৬২১০) হিসেবে ভর্তির আবেদন করেন। তবে তাঁর জমাকৃত অনার্সের সার্টিফিকেটে অসংগতি দেখা যাওয়ায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি যাচাইপূর্বক ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর বিভাগের সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামের জরুরি সভায় ভর্তি বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। 

এতে আরও বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লা-হিল-গালিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভুয়া সনদে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন। যা আংশিক ও অসম্পূর্ণ তথ্য। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক সাজ্জাদ বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আমাদের বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সের শিক্ষার্থী বলে দাবি করা হচ্ছে। কিন্তু তার অনার্সের সার্টিফিকেটে অসংগতি থাকার কারণে তাকে বিভাগে ভর্তি নেওয়া হয়নি। এ বিষয়টি সবাকে জানাতে এই বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে।’ 

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে রাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করব। যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত