Ajker Patrika

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২: ০৬
Thumbnail image
মামুনুর রশিদ (৩৮)। ছবি: সংগৃহীত

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরতলির ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের বাসিন্দা এবং নোয়াখালীতে এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুন নিখোঁজ হন। পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির আত্মহত্যার খবর আসে।

ওসি বলেন, তদন্তে জানা যায়, মামুনুর রশিদ গতকাল সোমবার বিকেলে মাটিডালি মোড়ের হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে বাইরে যান এবং মধ্যরাতে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবার বের হয়ে টিএমএসএস মেডিকেল কলেজের ১৬ তলার রেলিং থেকে লাফিয়ে পড়েন।

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টার পর মামুন প্রথমবার ভবনের ১৭ তলার রেলিং ধরে লাফ দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাঁকে থামায়। কিন্তু আজ ভোরে তিনি ১৬ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ওসি এস এম মঈনুদ্দিন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে মামুনুর রশিদ মানসিক চাপে ছিলেন। এর জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত