ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট ও পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে ২৩ তারিখের মধ্যে আপিল জমা দিতে হবে। আপিল নিশ্চিত করা হবে ২৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এ ছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণা করার পর যাঁদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় ঘোষণা করা হয়েছে, নতুন করে তাঁদের মনোনয়নপত্র দাখিল করতে হবে না, জামানতের অর্থও জমা দিতে হবে না।
নির্বাচন অফিস আরও জানায়, উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ১, মহিলা ৭ লাখ ৮৭ হাজার ১৩ এবং হিজড়া ১ জন। পত্নীতলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ধামইরহাট ও পত্নীতলা আসনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে মনোনীত স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন স্থগিত করা হয়।
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট ও পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে ২৩ তারিখের মধ্যে আপিল জমা দিতে হবে। আপিল নিশ্চিত করা হবে ২৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এ ছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণা করার পর যাঁদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় ঘোষণা করা হয়েছে, নতুন করে তাঁদের মনোনয়নপত্র দাখিল করতে হবে না, জামানতের অর্থও জমা দিতে হবে না।
নির্বাচন অফিস আরও জানায়, উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ১, মহিলা ৭ লাখ ৮৭ হাজার ১৩ এবং হিজড়া ১ জন। পত্নীতলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ধামইরহাট ও পত্নীতলা আসনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে মনোনীত স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন স্থগিত করা হয়।
পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
২৫ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
৩১ মিনিট আগে