মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। এ উপলক্ষে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাঁর কর্মীরা খিচুড়ি রান্না করে নির্বাচনী সভার আয়োজন করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানার পাশাপাশি রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সভায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাচনী সমাবেশের সভাপতি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সভার কর্মী সমর্থকদের জন্য রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত খিচুড়ির প্যাকেট উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদ্রাসা, কদিমধল্যা এবং দেওহাটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে খাবার পরিবেশন করা যাবে না। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে তিনটি মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সভার সভাপতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে।
টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। এ উপলক্ষে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাঁর কর্মীরা খিচুড়ি রান্না করে নির্বাচনী সভার আয়োজন করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানার পাশাপাশি রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সভায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাচনী সমাবেশের সভাপতি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সভার কর্মী সমর্থকদের জন্য রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত খিচুড়ির প্যাকেট উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদ্রাসা, কদিমধল্যা এবং দেওহাটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে খাবার পরিবেশন করা যাবে না। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে তিনটি মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সভার সভাপতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগে