Ajker Patrika

আক্কেলপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে একটি তিন তলা ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজারে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম মো. ছাদেকুল ইসলাম (৩৫)। তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকপুর বাজারে একটি তিন তলা ভবনের কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। ওই ভবনের সামনে দিয়ে ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইন গেছে। সকাল সাড়ে এগারোটার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত ছাদেকুল ইসলাম ১১ হাজার কেভি লাইনে বিদ্যুতায়িত হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

প্রত্যক্ষদর্শী কয়া শোবলা গ্রামের খাইরুল ইসলাম বলেন, ‘আমি ওই পথ দিয়ে নওগাঁ যাচ্ছিলাম। সাড়ে ১১টার দিকে ওই শ্রমিক বিদ্যুতায়িত হন। সহকর্মীরা তাঁকে মাইক্রোবাসে তুলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’ 

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। আদমদিঘী থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত