Ajker Patrika

বিএনপির আন্দোলন সমর্থন করছে সাধারণ মানুষ: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির আন্দোলন সমর্থন করছে সাধারণ মানুষ: মিনু

বিএনপি যে আন্দোলন শুরু করেছে, তা দেশের সাধারণ মানুষ সমর্থন করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি এবং দলের ১০ দফা দাবি আদায়ে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘এই সরকারের প্রতি মানুষের বিন্দুমাত্র সমর্থন নেই। মানুষ এখন বিএনপিকে সমর্থন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবং ভোটের অধিকার ফিরে পেতে দেশের মানুষ আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে পালানোর পথ খুঁজে পাবে না সরকার। তাই ভালো চাইলে এখনই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাই।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা প্রমুখ। 

এর আগে আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত