Ajker Patrika

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ১২
Thumbnail image

বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কটূক্তিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০০ ধারায় মামলা দায়ের করেন ছাত্রলীগের এক নেতা।

গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন (২৬) সদর উপজেলার নামুজা কারিগর পাড়ার তছলিম উদ্দিনের ছেলে ও উপজেলার নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর হোসাইন ইসলাম হোসেন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ছবি দিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য লিখে পোস্ট করেন। ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।’

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান (২৯) মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে নামাজগড় এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত