Ajker Patrika

লালপুরে বালুর ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০: ৪৪
লালপুরে বালুর ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. হাফিজ (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলের অপর আরোহী। এ সংঘর্ষের পরপরই অপর একটি মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগলে এর দুই আরোহীও আহত হন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. হাফিজ উপজেলার চকবাদকয়া গ্রামের জব্বারের ছেলে। আহতরা হলেন, নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয় (২০), তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ (২৩) ও আরাফাত (১৯)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় নামক স্থানে ঈশ্বরদী হতে গোপালপুরগামী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে লালপুর হতে ঈশ্বরদীগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. হাফিজ ও জয় রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পাশ দিয়ে যাওয়া অপর একটি মোটরসাইকেলও ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় ও এর আরোহী আকাশ ও আরাফাত রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন আহত চার মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাফাত ও আকাশকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিয়া তাসরিন জানান, মাথায় আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে একজন মারা গেছেন। আহতদের একজন রাজশাহীতে পাঠানো হয় ও দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত