প্রতিনিধি, পাবনা
পাবনা গণপূর্ত বিভাগের অফিস কক্ষে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের ২০ ঘণ্টা পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় আজ মঙ্গলবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযুক্ত নয়ন পাবনা পৌর এলাকার চকছাতিয়ানী মহল্লার মৃত হারুনুর রশিদের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'মারধরের শিকার গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার বাদী হয়ে সোমবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় মঙ্গলবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) ডেভিট হিমাদ্রি বর্মাকে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। আশা করছি খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'
সরকারি কর্মকর্তার অফিসে ঢুকে গায়ে হাত দেওয়াকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, 'আমরা আইনগতভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মোকছেদুল আলম নয়ন বলেন, 'মারধরের অভিযোগ সঠিক নয়। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়েছে। এটা নিছক একটা ভুল-বোঝাবুঝি। তদন্তের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়ার আশা করছি।
প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে কার্যালয়ে ঢুকে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগ ওঠে প্রভাবশালী ঠিকাদার নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই প্রকৌশলী।
পাবনা গণপূর্ত বিভাগের অফিস কক্ষে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের ২০ ঘণ্টা পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় আজ মঙ্গলবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযুক্ত নয়ন পাবনা পৌর এলাকার চকছাতিয়ানী মহল্লার মৃত হারুনুর রশিদের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'মারধরের শিকার গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার বাদী হয়ে সোমবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় মঙ্গলবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) ডেভিট হিমাদ্রি বর্মাকে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। আশা করছি খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'
সরকারি কর্মকর্তার অফিসে ঢুকে গায়ে হাত দেওয়াকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, 'আমরা আইনগতভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মোকছেদুল আলম নয়ন বলেন, 'মারধরের অভিযোগ সঠিক নয়। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়েছে। এটা নিছক একটা ভুল-বোঝাবুঝি। তদন্তের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়ার আশা করছি।
প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে কার্যালয়ে ঢুকে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগ ওঠে প্রভাবশালী ঠিকাদার নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই প্রকৌশলী।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র ওপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান।
৪৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে আজিজুর রহমান (৫০) ও মাসুদ রানা ওরফে মাসুম (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে ৯১ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শনিবার ভোরে গ্রেপ্তার দুজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগেশিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৯ ঘণ্টা আগে