Ajker Patrika

রেস্তোরাঁয় টেবিল মোছানোর জেরে রাবি ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতি

রাবি প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২০: ৪৪
রেস্তোরাঁয় টেবিল মোছানোর জেরে রাবি ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতি

রেস্তোরাঁয় টেবিল মোছানোকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিষয়টির মীমাংসা করেন। 

সংঘর্ষের ঘটনায় জড়িতরা হলেন শাহ্ মখদুম হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শামিম সিকদার, সৈয়দ আমির আলী হলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং তাঁদের সহযোগী কয়েকজন। অপর পক্ষে ছিলেন ড. শহীদ শামসুজ্জোহা হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম ওয়ালিউর রহমান মুন ও তাঁর সহযোগীরা। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন সিলসিলা রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যায় যান শামিম, জুয়েলসহ কয়েকজন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন মুন। তিনি শামিমের পেছনে থাকা রেস্তোরাঁর কর্মচারীকে টেবিল মুছে দিতে বলেন। কিন্তু শামিম ভেবে নেন তাঁকেই টেবিল মুছে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। পরে সেখানে থাকা লোকজন ঝামেলা মিটিয়ে দেন। 

পরে রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের দোকানে আসেন শামিম, জুয়েল, তানভীরসহ কয়েকজন। আগের ঘটনার জের ধরে দুই পক্ষের আবার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। এ সময় মুনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন শামিম শিকদার। ঘটনার সময় তাঁদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উভয়পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন। 

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম ওলিউর রহমান মুন বলেন, ‘সিলসিলায় আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে বঙ্গবন্ধু হলের সামনে দোকানে গেলে আমাকে তারা মারধর করে। তবে এতে আমি গুরুতর আঘাত পাইনি। বিষয়টি জানতে পেরে কিবরিয়া ভাই আমাদের ডেকে বিষয়টি মীমাংসা করে দেন।’ 

শাহ্ মখদুম হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শামিম সিকদার বলেন, ‘গতকাল রাতে খাবার হোটেলে একটু ঝামেলা হয়েছিল। পরে মুন আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে কিবরিয়া ভাই ডেকে নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছেন।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘শামিম ও মুনের মধ্যে গতকাল রাতে ভুল-বোঝাবুঝি হয়েছিল। মারামারির কোনো ঘটনা ঘটেনি। আমি গতকাল রাতেই তাদের ডেকে মীমাংসা করে দিয়েছি।’ 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। শামিম ও মুন রাতেই নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছেন। আর এই ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত