বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গভীর রাতে র্যাবের পোশাক পরে এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এদিকে অপহৃত ওই শিক্ষার্থীর স্বজনদের কাছ থেকে মুক্তিপণ নিতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক নারীকে আটক করেছে পুলিশ। পরে ওই শিক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় নরসিংদীর মাধবদী থানার পুলিশ উদ্ধার করেছে।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার রাতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ফেরদৌস সরকার (২৫) নামের ওই শিক্ষার্থীকে র্যাবের পোশাক পরা কয়েকজন মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ফেরদৌস বগুড়া সরকারি শাহ সুলতান হক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে।
ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বলেন, ‘গত শুক্রবার রাত আড়াইটার দিকে মাইক্রোবাসযোগে আসা র্যাবের পোশাক পরা কয়েকজন ছাত্রাবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করে। এরপর তাঁকে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গতকাল শনিবার সকালে আমাদের কাছে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর পর্যন্ত বিভিন্ন নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে ৩ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তার পরও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করে।’
মাহবুবা বেগম আরও বলেন, ‘বিষয়টি জানালে বগুড়া জেলা পুলিশ তৎপরতা শুরু করে। বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ টাকা নিতে আসা এক নারীকে আটক করে। নরসিংদীর মাধবদীতে ফেরদৌসকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলা করেছেন। নারায়ণগঞ্জে আটক নারী ও নরসিংদীর মাধবদী থেকে অপহৃত ফেরদৌসকে বগুড়ায় আনার পর বিস্তারিত জানা যাবে।
বগুড়ায় গভীর রাতে র্যাবের পোশাক পরে এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এদিকে অপহৃত ওই শিক্ষার্থীর স্বজনদের কাছ থেকে মুক্তিপণ নিতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক নারীকে আটক করেছে পুলিশ। পরে ওই শিক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় নরসিংদীর মাধবদী থানার পুলিশ উদ্ধার করেছে।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার রাতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ফেরদৌস সরকার (২৫) নামের ওই শিক্ষার্থীকে র্যাবের পোশাক পরা কয়েকজন মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ফেরদৌস বগুড়া সরকারি শাহ সুলতান হক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে।
ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বলেন, ‘গত শুক্রবার রাত আড়াইটার দিকে মাইক্রোবাসযোগে আসা র্যাবের পোশাক পরা কয়েকজন ছাত্রাবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করে। এরপর তাঁকে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গতকাল শনিবার সকালে আমাদের কাছে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর পর্যন্ত বিভিন্ন নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে ৩ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তার পরও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করে।’
মাহবুবা বেগম আরও বলেন, ‘বিষয়টি জানালে বগুড়া জেলা পুলিশ তৎপরতা শুরু করে। বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ টাকা নিতে আসা এক নারীকে আটক করে। নরসিংদীর মাধবদীতে ফেরদৌসকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলা করেছেন। নারায়ণগঞ্জে আটক নারী ও নরসিংদীর মাধবদী থেকে অপহৃত ফেরদৌসকে বগুড়ায় আনার পর বিস্তারিত জানা যাবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৬ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
৬ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর...
৬ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
৬ ঘণ্টা আগে