Ajker Patrika

রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে রুয়েটে অবস্থান কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি
রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে রুয়েটে অবস্থান কর্মসূচি

রেলওয়ের অব্যবস্থাপনা এবং সহজ ডটকমের কারণে যাত্রী হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আজ শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজার রহমান সুরুজ বলেন, ‘রেল ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে প্রতিবছর ঘাটতিতে চলছে। রেল কর্মকর্তাদের দুর্নীতির কারণে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। অনলাইনে টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সমস্ত টিকিট সেল হয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ টিকিট পাচ্ছে না। রেলের এসব সমস্যা সমাধান এখন গণমানুষের দাবি। আমরা চাই দ্রুততম সময়ে যেন এসব সমস্যা সমাধান করে রেল খাতকে দুর্নীতিমুক্ত করা হোক।’ 

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের নানা অনিয়ম নিয়ে কয়েক দিন থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তবে তার যৌক্তিক দাবিগুলো এখন অবধি মেনে নেওয়া হয়নি। তাই আমরা অবস্থান নিয়ে তার ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা এসব দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত