বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান।
কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান।
কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৯ ঘণ্টা আগে