Ajker Patrika

বিক্রি হওয়া শিশু ফিরল মায়ের কোলে

প্রতিনিধি, চৌহলী, (সিরাজগঞ্জ)
বিক্রি হওয়া শিশু ফিরল মায়ের কোলে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গুচ্ছ গ্রামের রোমেলা খাতুনের (৪০) নবজাত শিশুকে জন্মের দুদিন পর বিক্রি করেন তাঁর স্বামী আব্দুল মান্নান। অবশেষে পুলিশের সহায়তায় গতকাল শুক্রবার শিশুকে ফিরে পেয়েছেন রোমেলা বেগম।

জানা যায়, গত ১৪ আগস্ট রোমেলা খাতুন ও আব্দুল মান্নানের অভাবী সংসারে জন্ম নেয় এক পুত্র সন্তান। দরিদ্র সংসারে একজন নতুন সদস্যকে বোঝা হিসেবে দেখছিলেন আব্দুল মান্নান। তাই স্ত্রীর সম্মতি ছাড়াই জন্মের দুই দিন পরই, অর্থাৎ ১৭ আগস্ট ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন মান্নান। এরপর থেকেই সন্তানের শোকে পাগলপ্রায় হয়ে পড়েন রোমেলা খাতুন। স্বামীকে বারবার বলার পরও কোনো উপায় না পেয়ে চৌহালী থানা-পুলিশের দারস্থ হন তিনি। 

পরে চৌহালী থানা-পুলিশ আব্দুল মান্নানের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির সন্ধান পায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মঙ্গলপুর গ্রামে। 

সেখানকার নিঃসন্তান দম্পতি সাজেদা বেগম (৩৫) ও আনোয়ার হোসেন (৪৫) কাছে যত্নেই ছিল শিশুটি। তাঁদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুনরায় রোমেলা বেগমকে ফিরিয়ে দিয়েছে চৌহালী থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত