Ajker Patrika

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১২: ৩২
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। কিন্তু সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এবার ভিন্ন চিত্র লক্ষ করা যাচ্ছে। প্রতিবার এই সময়ে যানজটের সৃষ্টি হতো। তবে এবার ছুটি এক দিন বেশি পাওয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নেই কোনো যানজট।

এদিকে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন শিফটে এই মহাসড়কে দায়িত্ব পালন করছেন আট শতাধিক পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার সকালে মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। ফলে বৃহস্পতিবার ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। তবে কোথাও কোনো যানজট নেই। 

বদরুল কবীর বলেন, গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন শিফটে মহাসড়কে দায়িত্ব পালন করছে আট শতাধিক পুলিশ। এখন অবধি এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত