নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার আলী হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় একটি মামলা হয়েছে। পবার তরফ পারিলা গ্রামের আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পবার আশরাফের মোড় দিয়ে যেসব ট্রাক্টর চলাচল করে, সেসব থেকে চাঁদা আদায় করা হয়। ওই এলাকা দিয়ে আব্দুল কুদ্দুসের একটি ট্রাক্টর চলে। গত ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ গাড়ি চলাচলের জন্য ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, তাঁর ছেলে মো. আকাশ ও নলখোলা গ্রামের মো. শাহীন নামের এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, ২০ হাজার টাকা দেওয়ার পরও প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। ১৬ মার্চ রাতে কুদ্দুসের গাড়ি থেকে আবার চাঁদা দাবি করা হয়। ৩০ হাজার টাকা দেওয়ায় এই ১০০ টাকা দিতে চাননি চালক। তখন আলী হোসেন ট্রাক্টরের চালককে মারধর করেন। এই অভিযোগে থানায় মামলাটি করা হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলতে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনকে কল করা হলেও তিনি তা ধরেননি।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার আলী হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় একটি মামলা হয়েছে। পবার তরফ পারিলা গ্রামের আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পবার আশরাফের মোড় দিয়ে যেসব ট্রাক্টর চলাচল করে, সেসব থেকে চাঁদা আদায় করা হয়। ওই এলাকা দিয়ে আব্দুল কুদ্দুসের একটি ট্রাক্টর চলে। গত ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ গাড়ি চলাচলের জন্য ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, তাঁর ছেলে মো. আকাশ ও নলখোলা গ্রামের মো. শাহীন নামের এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, ২০ হাজার টাকা দেওয়ার পরও প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। ১৬ মার্চ রাতে কুদ্দুসের গাড়ি থেকে আবার চাঁদা দাবি করা হয়। ৩০ হাজার টাকা দেওয়ায় এই ১০০ টাকা দিতে চাননি চালক। তখন আলী হোসেন ট্রাক্টরের চালককে মারধর করেন। এই অভিযোগে থানায় মামলাটি করা হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলতে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনকে কল করা হলেও তিনি তা ধরেননি।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টায় বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাস ভবনে তিনি মারা যান।
১৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোস্ট চলাকালে তাকে আটক করা হয়। বাবু ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনা মিয়া দরজির ছেলে।
২৩ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগেতিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাত।
৪৪ মিনিট আগে