Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার আলী হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় একটি মামলা হয়েছে। পবার তরফ পারিলা গ্রামের আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পবার আশরাফের মোড় দিয়ে যেসব ট্রাক্টর চলাচল করে, সেসব থেকে চাঁদা আদায় করা হয়। ওই এলাকা দিয়ে আব্দুল কুদ্দুসের একটি ট্রাক্টর চলে। গত ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ গাড়ি চলাচলের জন্য ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, তাঁর ছেলে মো. আকাশ ও নলখোলা গ্রামের মো. শাহীন নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়, ২০ হাজার টাকা দেওয়ার পরও প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। ১৬ মার্চ রাতে কুদ্দুসের গাড়ি থেকে আবার চাঁদা দাবি করা হয়। ৩০ হাজার টাকা দেওয়ায় এই ১০০ টাকা দিতে চাননি চালক। তখন আলী হোসেন ট্রাক্টরের চালককে মারধর করেন। এই অভিযোগে থানায় মামলাটি করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনকে কল করা হলেও তিনি তা ধরেননি।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত