Ajker Patrika

শেরপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় শাহজাদা খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাদা খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কিছুটা কুয়াশা ছিল। শাহজাদা খান ফ্লাইওভারের দক্ষিণ পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি আলুবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়ারহাউজের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর নূর হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ট্রাক ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত