দুর্গাপুর (রাজশাহী) রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ভাতিজি ও ফুফুর মৃত্যু হয়েছে। দুজনই শারীরিক প্রতিবন্ধী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফুপু হিরা খাতুন (২৪) ও ভাতিজি মেঘা খাতুন (৮)। দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা ও মোরশেদ আলীর মেয়ে মেঘা।
স্থানীয়রা জানান, প্রথমে মেঘা পুকুরের পানিতে ডুবে যায়। তাঁকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুজনেরই মৃত্যু হয়।
দুর্গাপুর মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে ভেতর দিয়ে যাওয়ার পথে পুকুরে ওই দুজনের লাশ পানিতে ভাসতে দেখি। এ সময় পাশেই মডেল মসজিদের নির্মাণকাজের শ্রমিকদের সহযোগিতায় তাঁদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, প্রথমে ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান।
ওসি আরও বলেন, হিরার স্বামী নয়ন আলীর অভিযোগ থাকায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। অন্যদিকে কোনো অভিযোগ না থাকায় মেঘার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ভাতিজি ও ফুফুর মৃত্যু হয়েছে। দুজনই শারীরিক প্রতিবন্ধী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফুপু হিরা খাতুন (২৪) ও ভাতিজি মেঘা খাতুন (৮)। দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা ও মোরশেদ আলীর মেয়ে মেঘা।
স্থানীয়রা জানান, প্রথমে মেঘা পুকুরের পানিতে ডুবে যায়। তাঁকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুজনেরই মৃত্যু হয়।
দুর্গাপুর মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে ভেতর দিয়ে যাওয়ার পথে পুকুরে ওই দুজনের লাশ পানিতে ভাসতে দেখি। এ সময় পাশেই মডেল মসজিদের নির্মাণকাজের শ্রমিকদের সহযোগিতায় তাঁদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, প্রথমে ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান।
ওসি আরও বলেন, হিরার স্বামী নয়ন আলীর অভিযোগ থাকায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। অন্যদিকে কোনো অভিযোগ না থাকায় মেঘার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ১ দফা দাবিতে অব্যাহত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের অনেকে #BUETiansStandWithKUETians হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
২ মিনিট আগেখুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১৭ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৯ মিনিট আগে