Ajker Patrika

মায়ের খোঁজে বেরিয়ে নিখোঁজ কিশোর 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মায়ের খোঁজে বেরিয়ে নিখোঁজ কিশোর 

ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন মা। আর বাবা দুবাই প্রবাসী। নানির বাড়িতে থাকত কিশোর সোহান (১৪)। ঢাকায় তার মাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে সে। নিখোঁজের ঘটনায় আজ সোমবার দুপুরে তার নানি আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ছোট বেলা থেকেই বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে থাকে সোহান। গ্রামের ব্যাপারী পাড়ায় নানির বাড়ি থেকে সান্দিড়া প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। তার দাদার বাড়িও একই গ্রামে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে বাবা রাসেল কাজের জন্য বিদেশে যান। এরপর থেকে মা সুবর্ণ আক্তার সোহান ও তার ছোট ভাইকে নিয়ে দাদার বাড়িতে থাকতেন। মাস খানেক আগে তিনিও ঢাকায় গার্মেন্টসে কাজের জন্য চলে যান। সে সময় সোহানের কাছে তার ছোট ভাইকে রেখে যান। এরপর থেকে সোহান ও তার ছোট ভাই নানা-নানির কাছেই ছিল। 

কয়েক দিন ধরে মায়ের কথা মনে পড়ছিল সোহানের। বিষয়টি তার নানিকে একাধিক বার বলেছিল। গত শুক্রবার দুপুর ২টার দিকে কাপড় পরে বাড়ি থেকে বের হচ্ছিল সোহান। এ সময় উঠানে কাজের সময় বিষয়টি লক্ষ্য করছিলেন তাঁর নানি। 

নানি বুলবুলি বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে ভাবছিলাম তার বন্ধু বান্ধবের সঙ্গে আশপাশেই কোথাও যাবে। সন্ধ্যা নামলেও সে বাড়ি না ফেরায় তন্য তন্য করে খোঁজাখুঁজি শুরু করি। তার মাকে বিষয়টি জানালে সেও বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। অবশেষে নিরুপায় হয়ে আজ থানায় সাধারণ ডায়েরি করি। এখন মনে হচ্ছে মায়ের খোঁজেই সে বের হয়েছিল’

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। সোহানের সন্ধান চালানোর চেষ্টা চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত