Ajker Patrika

ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, এক দিনে প্রায় ৬ লাখ টাকা আদায় 

ঈশ্বরদী, প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ০১
ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, এক দিনে প্রায় ৬ লাখ টাকা আদায় 

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় এবার ২ হাজার ১০৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এতে ৫ লাখ ৭২ হাজার ২৫০ টাকা আয় হয়েছে রেলের। পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তার দপ্তরের তত্ত্বাবধানে গতকাল শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়  

পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, গতকাল শনিবারের দিনব্যাপী বিশেষ অভিযানে পাকশী রেলওয়ের পার্বতীপুর, রাজবাড়ী, খুলনা, বঙ্গবন্ধু সেতু ও ঈশ্বরদী জংশন স্টেশনের বিভিন্ন রুটের ১৪টি যাত্রীবাহী ট্রেনে ব্লকচেকিং করা হয়।

উল্লেখযোগ্য ট্রেনগুলো হলো আন্তনগর সিল্কসিটি, একতা, কপোতাক্ষ, একতা, চিত্রা, রূপসা মধুমতী, টুঙ্গিপাড়া, রংপুর, বনলতা, ঢালারচর, নীলসাগর ও বরেন্দ্র এক্সপ্রেস।  

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ধর্মঘটে গণপরিবহন বন্ধের কারণে বর্তমানে ট্রেনে প্রচুর যাত্রীর চাপ। বিশেষ করে ঢাকা রুটে যাত্রীদের  যাতায়াতের ভরসা ছিল ট্রেন। এ সুযোগে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা বেড়েছে। এ জন্য বৈধ টিকিটধারী  যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করতে ও রেলের আয় বাড়াতে শনিবার রাত পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিনা টিকিটের দুই সহস্রাধিক যাত্রী থেকে ভাড়া বাবদ ৪ লাখ ৫ হাজার ৬৭০ এবং জরিমানা বাবদ ১ লাখ ৬৬ হাজার ৫৮০ টাকা আদায় করা হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত